এই ছেলেটা

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৯ অক্টোবর, ২০১৮, ০২:০১:৪০ দুপুর



এই ছেলেটা প্রেম জানেনা

পারেনা সে মন দিতে

যতই তাকে ইনিয়ে বলি

হাসে বোকার ভঙ্গিতে।

এই ছেলেটা এমন কেন

কেমন যেন এলোমেলো

হাতের নাগাল দিলাম তাকে

হাত ছোলনা হেঁটেই গেলো।

অনেক কথা চলতে গিয়ে

আকাশ পাতাল লতা পাতা

সেই ছেলেটা কাব্য লিখে

ভরিয়ে রাখে ডায়রীর পাতা।

এই ছেলেটা মাকাল ফল

বোঝেনা সে নারীর মন

যতই হাসুক বুক চিড়ে যাক

আড়ি এবার রইল পণ।

বিষয়: বিবিধ

৬৭৯ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

386077
২৯ অক্টোবর ২০১৮ সন্ধ্যা ০৭:১১
আমি আল বদর বলছি লিখেছেন : বিয়ে সাদি করে ফেলেছেন এখন আর প্রেম শিখে কি হবে


ভাবি জানতে পারলে প্রেমের কবিতা ভাল করে লিখাবেন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File