=- কালি -=

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৯ অক্টোবর, ২০১৮, ১১:৪৭:৩৪ সকাল





এ কী রূপ দেখালি, 'মাকালী,'

পথেপথে আবরোধ

এ কেমন প্রতিশোধ

মুখে পোড়া মবিল মেখে দেয়

শালা, শালী।

তোর অনেক রূপ জানি

তোকে মনের রানী মানি

কোন রূপে এলি আবার

পথ অবরোধ গালাগালি

মুখে পোড়া মবিল মেখে দেয়

শালা, শালী।

কালীরে কালী, 'মাকালী,'

ফিরে যা মন্দিরে

আমরা আজ বন্দীরে

স্বরূপে ফিরে আয়, অবরুদ্ধ বাংগালি

মুখে পোড়া মবিল মেখে দেয়

শালা, শালী।

বিষয়: বিবিধ

৬৭৬ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

386078
২৯ অক্টোবর ২০১৮ সন্ধ্যা ০৭:১২
আমি আল বদর বলছি লিখেছেন : বাকরুদ
386095
০২ নভেম্বর ২০১৮ সন্ধ্যা ০৬:৫৭
হতভাগা লিখেছেন : এরা তো গায়ে কালো রং মেখে দিয়েছে। ১৯৯১-৯৬ এ আন্জাম মাসুদের দল সরকারী কর্মকর্তাদের অফিসে যাবার পথে কাপড় চোপড় খুলে উলঙ্গ করে দিতেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File