আমাদের গ্রামটায় সকাল ও সন্ধ্যায়

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১০ অক্টোবর, ২০১৮, ০৪:৩৫:৪৮ বিকাল



নুরু মিয়া হেঁটে যায় কাঁধে লাল গামছা

কানাকানি ফিসফিস ধরধর খামচা।

নুরু মিয়া ফিরে চায় ডানে নেই বামে নেই

সামনে বা পেছনে কোথাওতো কিছু নেই।

দুপুরের রোদ আছে নুরু মিয়া ঘামছে

ভয়ে পা চলেনা কেঁপেকেঁপে থামছে।

বাতাসে নড়ে উঠে বট গাছের পাতাটা

জীনভূত নয়তো! ঝিম ধরে মাথাটা।

শুনেছে জীন আছে প্রাচীন এই গাছটায়

কতো লোকে দেখেছে ডালে বসে মাছ খায়।

লুঙ্গিটা খিচে নুরু ভোঁদৌড়ে হারালে

গোলমাল গাজী হাসে গাছটারই আড়ালে।

পাড়ার এক গাজী আছে গোলমাল উপনাম

গোলমাল যত আছে জানে সবে তার কাম।

বাজারে রটে গেছে নুরু মিয়ার কান্ড

রসেকষে ঝারে গাজী রহস্যের ভান্ড।

বেচারা নুরুমিয়া চুপচাপ লজ্জায়

অভিমানে পরিশেষে ভোগে জ্বর সজ্জায়।

এভাবেই হেসেখেলে আমাদের গ্রামটা

মিলেমিষে থাকে সবে সোনা গ্রাম নামটা।

বিষয়: বিবিধ

৭৩৯ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

385950
১০ অক্টোবর ২০১৮ সন্ধ্যা ০৭:০০
বাংলার দামাল সন্তান লিখেছেন : অনেক সুন্দর হয়েছে।
১১ অক্টোবর ২০১৮ রাত ০২:২৫
317984
বাকপ্রবাস লিখেছেন : Love Struck
385962
১০ অক্টোবর ২০১৮ রাত ০৯:৪৯
আবু তাহের মিয়াজী লিখেছেন : বাহ! চমৎকার রচিলেন প্রিয় কবি ভাইজান।
১১ অক্টোবর ২০১৮ রাত ০২:২৫
317983
বাকপ্রবাস লিখেছেন : Love Struck
385963
১১ অক্টোবর ২০১৮ সকাল ০৭:৫১
টাংসু ফকীর লিখেছেন : অনেক ধন্যবাদ
১১ অক্টোবর ২০১৮ সন্ধ্যা ০৬:৫২
317990
বাকপ্রবাস লিখেছেন : আপনাকেও ধন্যবাদ খুব করে
385969
১১ অক্টোবর ২০১৮ দুপুর ০৩:৫৭
কুয়েত থেকে লিখেছেন : গল্পটি ভালোই লাগলো অনেক ধন্যবাদ কবি সাহেব
১১ অক্টোবর ২০১৮ সন্ধ্যা ০৬:৫৩
317991
বাকপ্রবাস লিখেছেন : ঘটনা হল সামু ব্লগে গাজী নামে একজন আছে, নুরু নামের একজনের সাথে ঝগড়া লেগে থাকে, গাজী সাহেব আমাকেও একটা কড়া কমেন্ট করেছেন, আমি এভাবে দুইটা ছড়া লিখে একটু টাইট দিলাম, ধরি মাছ না ছুই পানি

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File