নাটক অামারদরকে কি শিক্ষা দিচ্ছে?
লিখেছেন লিখেছেন মোহাম্মদ জামাল উদ্দিন ১০ অক্টোবর, ২০১৮, ০৬:৫৩:১৯ সন্ধ্যা
নাটক আমাদেরকে শিক্ষা দেয়-
কিভাবে প্রেম নিবেদন করতে হয়
কিভাবে প্রেমিক/প্রেমিকাকে জয় করতে হয়
কিভাবে নির্জন এলাকায় প্রেমালাপ করতে হয়
কিভাবে প্রাইভেট টিচারের সাথে প্রেম করতে হয়
কিভাবে বিভিন্ন জনের সাথে প্রেম করতে হয়
কিভাবে ছ্যাকা দিতে হয়
কিভাবে পালিয়ে বিয়ে করতে হয়
কিভাবে পরকীয়া করতে হয়
কিভাবে সংসার ভাংতে হয়
কিভাবে পিতা-পুত্র, ভাইয়ে ভাইযে যুদ্ধ করতে হয়
কিভাবে ডিভোর্স দিতে হয়
কিভাবে লিভ টুগেদার করতে হয়
কিভাবে পার্টিতে ইনজয় করতে হয়
কিভাবে খুন-খারাবি করতে হয়
কিভাবে ফ্রাসটেশনে ভুগতে হয়
কিভাবে শরাব পান করতে হয়
কিভাবে খোলামেলা পোশাকে চলতে হয়
কিভাবে নোংরা ভাষায় গালি দিতে হয়
কিভাবে চুরি-ডাকাতি করে বড় লোক হতে হয়।
কিভাবে জায়গা জমি দখল করতে হয়
নাটক আমাদেরকে শিক্ষা দেয় না-
বিয়ের আগে প্রেম করা জায়েজ নয়
পালিয়ে বিয়ে করা ভাল নয়
পরকিয়ায় লিপ্ত হওয়া উচিত নয়
খোলামেলা পোশাক পরা ঠিক নয় সহ যত শিক্ষণীয় বিষয় আছে নাটকে অনুপস্থিত।
বাজে নাটক দেখে নাটকের মত জীবনটাকে সাজাতে গিয়ে জীবনটায় নস্ট করে অনেকে।। ভারতীয় নাটক/সিরিয়ালের ভক্তদের কথা কি আর বলব। এমন অনেক পরিবার আছে যেখানে পরিবারের সবাই বসে বেহায়ার মত যতসব ভারতীয় বাজে নাটক/সিরিয়াল দেখে। মুক্তির কি কোন উপায় নেই?
বিষয়: বিবিধ
৫১০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন