বুমেরাং

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০১ অক্টোবর, ২০১৮, ০৫:০৬:৫৬ বিকাল





বিচারপতি পায়নি বিচার তায়

মনের দুঃখে বনবাসে যায়

যেতে যেতে এদিক ওদিক চায়

মনের বাঘের হালুম শুনতে পায়।

এইতো সেদিন দু'হাত জোড় করে

বনের হরিণ কাঁদল কাতর স্বরে

এক খোঁচাতে কলমটা কাত করে

যাবজ্জীবন দিয়ে দিল ধরে।

রাজা নিদ্রায় রাণীর ইশারায়

বিচারপতি ছিল দিশ হারায়

আজকে যখন প্রয়োজন আর নাই

ঘাড় ধাক্কায় বলল এবার আয়।

বিচারপতি যাবে কোথা আর

কোথাওতো নাইযে খোলা দ্বার

অবিচারের সূত্র লেখা তার

সেই মোতাবেক কাটল নিজের ঘাড়।

বিষয়: বিবিধ

৬৬০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File