নিষিদ্ধ কাজ
লিখেছেন লিখেছেন হাবিব স্যার ০১ অক্টোবর, ২০১৮, ০৫:৩৯:০৬ বিকাল
নিষিদ্ধ কাজ গুলোতেই যেন সব আনন্দ। টাখনুর নিচে কাপড় পরতে পুরুষদের কে নিষেধ করা হয়েছে। আমরা যেন এই কাজ করেই বেশি মজা পাই। গোঁফ ছেটে রাখতে এবং দাড়ি লম্বা করতে বলা হয়েছে। সব মজা যেন ঐ দাড়ি ছেটে ফেলার মধ্যেই। আজকাল তো দাড়িও একটা ফ্যাশন হয়ে গেছে। কে কত স্টাইল করে দাড়ি রাখতে পারে। আমরা সবাই কোরআন বিশ্বাস করি বলে মুখে দাবি করি অথচ কোরানের নির্দেশ কে উপেক্ষা করি সব সময়। মুসলমান হয়ে জন্ম নিয়েছি ঠিকি অথচ জীবনের কোন ক্ষেত্রেই মহান রবের আদেশ মানার প্রয়োজন মনে করি না। আবার যারা মানতে চাই তাদেরকে তাচ্ছিল্য করি সব সময়। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন।
বিষয়: বিবিধ
৫৩৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন