নামাজ
লিখেছেন লিখেছেন হাবিব স্যার ০২ অক্টোবর, ২০১৮, ০৪:৫৬:৩৯ বিকাল
এশা পড়ে ঘুমাতে যাও
ফজর হলে বেড ছাড়ো,
জায়নামাজে মুনাজাতে
প্রভুর রাহে দোয়া কর।
রবের নামে কাজে কর্মে
হালাল রিজিক অন্বেষণে,
সৎ কাজেতে আল্লাহকে
স্মরণ করো মনে মনে।
দুপুর হলে মিনার থেকে
মুয়াজ্জিন আজান দিলে,
যোহরেতে শরীক হইয়ো
কর্ম রেখে সবাই মিলে।
আসর নামাজ শেষ করিয়া
নিজের দিকে মন দিয়ো,
আÍীয়দের ভুলো নাকো
কেমন আছে খবর নিয়ো।
মাগরীবেতে প্রভুর কাছে
দু হাত তুলে চেয়ে নিয়ো
দোয়া কর তাদেও জন্য
যারা তোমার অধিক প্রিয়।
রাতের খাবার শেষ করিয়া
কোরআন পড়ো কিছু সময়,
হাদীস মতে জীবন গড়ো
সুখে রাখবেন দয়াময়।
বিষয়: বিবিধ
৫২৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন