ঠেলাগাড়ি

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৭ সেপ্টেম্বর, ২০১৮, ০১:১২:২৪ রাত



গামছায় মুছে ঘাম

রোদ বাড়াবাড়ি

দুই চাকা চার ঠ্যাং

চলে ঠেলাগাড়ি।

আসবাব বুকে নিয়ে

পৌঁছে দেবে বাড়ি

রাজপথে ঠেলেঠেলে

চলে ঠেলাগাড়ি।

বাজারের মালামাল

তরিতরকারী

পাইকারী বিক্রেতার

প্রিয় ঠেলাগাড়ি।

আষাঢ়ে বৃষ্টি

নামে মেঘ ছাড়ি

তবু তার ঘুরে চাকা

চলে ঠেলাগাড়ি।

সাপ্তাহিক ছুটি নেই

নেই কমা, দাড়ি

ডাক এলে হাসিমুখে

চলে ঠেলাগাড়ি।

হ্যাল্পার সাথে নিয়ে

চালকের পাড়ি

অনিশ্চিত ভবিষ্যৎ

দিতে চায় আড়ি।

যান্ত্রিক মালবাহি

ইঞ্জিন ছাড়ি

বিলুপ্তির খাতায় আঁকি

মানব ঠেলাগাড়ি।

বিষয়: বিবিধ

৬৩৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File