কিশোরীকে ধর্ষণ, অভিযোগ সৎ বাবার বিরুদ্ধে
লিখেছেন লিখেছেন নুর হুসাইন ১৭ সেপ্টেম্বর, ২০১৮, ১২:১৪:৩৩ রাত
তার মা ছিলেন বাড়ির বাইরে। ছোট ভাইকে নিয়ে তখন বাসায় অবস্থান করছিল ওই কিশোরী (১৩)। এ সময় ওই কিশোরীকে ধর্ষণ করার কথা স্বীকার করে শনিবার ঢাকার আদালতে জবানবন্দি দিয়েছেন ফারুক (৩৮) নামের এক ব্যক্তি। ফারুক ওই কিশোরীর সাবেক সৎ বাবা। এখন তিনি কারাগারে আছেন। এ ঘটনায় গত শুক্রবার কিশোরীর মা বাদী হয়ে রাজধানীর কামরাঙ্গীরচর থানায় মামলা করলে সেদিনই ফারুককে গ্রেপ্তার করে পুলিশ।
ওই কিশোরী এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে আছে।
মামলার তদন্ত কর্মকর্তা কামরাঙ্গীরচর থানার উপপরিদর্শক (এসআই) নুরুজ্জামান প্রথম আলোকে বলেন, কিশোরীর মা বাসায় ছিলেন না। তখন ফারুক তাকে ধর্ষণ করেন। এর আগেও কিশোরীকে দু’বার ধর্ষণ করার কথা আদালতে স্বীকার করেছেন ফারুক।
ঢাকার একটি জুতা কারখানায় কাজ করেন ফারুক। মামলায় কিশোরীর মা বলেছেন, তাঁর দুই সন্তান। মেয়ের বয়স ১৩ বছর, ছেলের বয়স ৬ বছর। প্রথম স্বামী তাঁকে তালাক দেওয়ার পর ফারুক তাঁকে বিয়ে করেন। ফারুক এর আগেও বিয়ে করেন। সেই ঘরে তাঁর একটা মেয়ে আছে। বিয়ের পর ফারুকের সঙ্গেও বনিবনা না হওয়ায় এক বছর আগে তিনি তালাক দেন।
কিশোরীর মা এজাহারে আরও বলেন, বিচ্ছেদ হওয়ার পরও তাঁর প্রথম পক্ষের ছেলে ও মেয়েকে দেখার জন্য বাসায় মাঝেমধ্যে আসতেন ফারুক। গত মঙ্গলবার তিনি তাঁর মাকে নিয়ে সন্ধ্যায় গাবতলী টার্মিনালে যান। ফারুক তাঁর বাসায় এসে রাত সাড়ে ৮টার দিকে তাঁর মেয়েকে ধর্ষণ করেন।
বিষয়: বিবিধ
৫৮৮ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন