অমানিশার কালে
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৪ আগস্ট, ২০১৮, ১১:৫৯:০৫ সকাল
খোকা খুকিরা ঘর ছেড়েছে
মা বলেছে যা
দাবি দাওয়া আদায় ছাড়া
ঘরে ফিরবিনা।
খোকা খুকিরা স্কুল ছেড়েছে
শিক্ষক বলেছে যা
দেখিয়ে দে বুড়ো চেলাদের
নিয়ম নীতির ঘা।
খোকা খুকিরা পথে নেমেছে
প্রিন্ট মিডিয়া হা
বুদ্ধিজীবির মুখে কুলুপ
কিছুই বলছেনা।
খোকা খুকিদের কান্ড দেখে
বাবার চোখে জল
কেমন করে পারলি তোরা
কোথায় পেলি বল?
খোকা খুকিরা দেখিয়ে দিল
লাগল হাওয়া পালে
তবুুও যাদের চোখ খোলেনি
খুলবে কোন কালে?
বিষয়: বিবিধ
৫৯১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন