পাথর সময়ে তরুণদের জেগে উঠা

লিখেছেন লিখেছেন আনিসুর রহমান ০৩ আগস্ট, ২০১৮, ০৫:১৭:১২ বিকাল

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মূল মন্ত্র ছিল, অন্যায় অবিচারকে প্রতিরোধ করে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া। আজকের বাংলাদেশে দুর্নীতি, গুপ্ত হত্য, খুন-গুম প্রকট আকার ধারন করেছে, যা থেকে পাকিস্থানী ম্যেলেটারি শাসক গুষ্ঠি মুক্ত ছিল! গণতন্ত্র আজ জংলী বাহীনির ইচ্ছা মত ব্যালট পেপারের ছিল ছাপ্পরের কাছে বন্দী, যা থেকে পাকিস্থানী শাসক গুষ্ঠি মুক্ত ছিল! বর্তমান রেজীম অন্যের বেলায় আইনকে শক্ত হাতে প্রয়োগ করলেও নিজেদের বেলায় কোন প্রয়োগ নেই! বর্তমান তরুণদের কৌশলী প্রতিবাদ থেকে অবাক হয়ে আমরা দেখছি যে, আইন শৃংখলা বাহিনী থেকে শুরু করে মন্ত্রী মিনিস্টারের গাড়ী চালকের কোন ড্রাইভিং ল্যাইসেন্স নেই!!!

এক কথায় আমাদের দেশে আইন আছে কিন্তু সবলের ক্ষেত্রে তার প্রয়োগ নেই! নির্বাচন আছে গণতন্ত্র নেই! বড় পুকুরিয়ার ন্যায় খনী আছে ভুরি ভুরি কিন্ত খনিজ পদার্থ নেই; নেই তো নেই গায়েব হয়ে গিয়েছে। ব্যাংক আছে ভুরি ভুরি কিন্ত টাকা নেই; নেই তো নেই গায়েব হয়ে গিয়েছে আর এর সাথে হিসাবের ডকুমেন্টও গায়িবী ভাবে আগুন লেগে নষ্ট হয়ে গিয়েছে। ------

এর থেকে উত্তরণের কী কোন পথ আছ? যদি থেকে থাকে তবে সেটা কী? অবশ্যই এর থেকে উত্তরণের পথ আছ। এর থেকে উত্তরণের পথকে নিয়ে নাতী দীঘ আলোচনায় না যেয়ে শুধু এতটুকুই বলতে চাই, এই অন্ধকার যখন ঘোরতর অন্ধকারে রূপ নেবে তখন অবশ্যই আমরা আমাদের কাঙ্ক্ষিত আলোর দেখা পাব। তবে আমাদের মনে রাখতে হবে সাহস হাড়ালে চলবে না, অন্ধকারকে ভয় পেলে চলবে না কিন্ত একই সাথে হিকমাকে সঠিক পথের উপর প্রয়োগ করতে হবে।

বিষয়: বিবিধ

৭৩৬ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

385730
০৪ আগস্ট ২০১৮ বিকাল ০৫:২৬
রক্তলাল লিখেছেন : ভালো লাগলো পিলাচ
০৯ আগস্ট ২০১৮ বিকাল ০৫:২১
317897
আনিসুর রহমান লিখেছেন : Thanks for reading my blog and your comment

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File