সোনা কান্ড
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৭ জুলাই, ২০১৮, ০৬:২৯:৩৫ সন্ধ্যা
১.
চেয়েছিলাম কোটা কমুক
কমে গেছে সোনা
ফাঁদে পড়ে নুরুদের
বন্ধ পড়াশোনা।
২.
সোনারওতো মন আছে
জিরো ফিগার হবে
বাইশ থেকে আঠারতে
নেমে আসল তবে।
৩.
সোনার দেশ, সোনার দল
সোনার ছেলেপুলে
হাতুড়ি পেলে চায়না কিছুই
পিটায় মন খুলে।
৪.
তোমরা এতো মন্দ কেন
ছি
সোনার মতো ইস্যু দিলাম
পথে নামনি।
৫.
এমন সোনার দেশটি
কোথাও খুঁজে পাবেনাতো তুমি
হরিলুটে আছে তবু
পায়ে পায়ে চুমি।
৬.
ঘরেঘরে চাকরী দেব
দশ টাকার চাল
সোনাটুকু লুটে নিলে
বন্ধ রেখ গাল।
৭.
একটু সোনা কমতেই পারে
এমনকী আর কান্ড
সোনার বদল মিশ্র ধাতু
রাখব পুরে ভান্ড।
৮.
সোনা দেখ
উন্নয়ন দেখনা?
থাপড়াইয়া দাত ফালাইয়া দিমু
লাভলি মেখনা।
বিষয়: বিবিধ
৭১৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন