হাসের গোস্তের গোপন রহস্য !!
লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ১৭ জুলাই, ২০১৮, ১০:২৭:০৮ রাত
হাসের গোস্তের ভেতর এমন কিছু উপাদান আছে, যা মানুষের দীর্ঘমেয়াদী ক্ষেত্রে সুস্থ্য সবল রাখবে, প্রবল স্টেমিনা তৈরী করবে।
আসলে এ বিষয়ে আমার নিজের অভিজ্ঞতা নেই। জীবনে হাস খেয়েছি মাত্র কয়েকটা। আর এ সম্পর্কে নিজের কোনা পড়াশুনাও নেই। এ বিষয়ে কোনো বৈজ্ঞনিক তথ্য প্রমানও আমার হাতে নেই।
আসল ঘটনা হল এই যে:
রাতে ভেড়ার গোস্ত রান্না করেছিলাম, কিন্তু তা না খেয়েই ঘুমিয়ে পড়েছিলাম। সকালে ফজরের পর ভাবলাম দ্বিতীয় ইনিংসের ঘুমের আগে ভেড়ার একটা হেস্ত নেস্ত হয়ে যাক। টানলাম ভেড়া, দিলাম ঘুম। স্বপ্ন দেখলাম আমার পিতা(২০১০ সালে ইন্তেকাল করেন) বলাকা ফুফুদের পূর্ব আমলের ঘরে এসেছে। সেখানে আমি ছিলাম, আমার ছোটবোন,আরও দুজন ছিলো ,আর শামিম ভাই আব্বার শাগরেদ হিসেবে তার পিঠ ম্যাসাজ করে দিচ্ছিলো। তাদের দুজনের সম্পর্ক দেলাম বিরাট। মনে হচ্ছিলো তারা একে অপরের বন্ধু, আসলে মামা-ভাগ্না। খুবই দারুন হাসিখুশী পরিবেশ ছিলো।
হঠাৎ খাওয়া-দাওয়া নিয়ে কথা হল। সম্ভবত আমি কবুতরের গোস্তের প্রশংসা করলাম। শুনে আব্বা বলল-ধুর ! এসব না। আসল জিনিস হল হাসের গোস্ত। এর ভেতর এক গুপ্ত বিষয় আছে,যা দীর্ঘসময় স্টেমিনা ধরে রাখতে সহায়তা করে। আমি পাকিস্থানী আর্মীর ক্ষেত্রে এই পরামর্শ দিয়েছিলাম, তারা তা গ্রহনও করেছিলো। হাসের গোস্ত খুবই শক্তিশালী । আব্বার আত্মবিশ্বাসপূর্ণ বয়ানে, মনে হল হাসের গোস্তই সেরা।
ভাবছি ভেড়া বাদ দিয়ে হাস ধরব কিনা,,,তবে এদেশে হাসের গোস্ত পাওয়া কষ্টকর, পেলেও দাম অনেক বেশী। যাইহোক পিতার আদেশ বলে কথা !! আমি আব্বাকে দেখলাম বেশ ফুর্তিতে আছে। তার চেহারা খুবই সুন্দর হয়েছে আগের চেয়ে। খুবই সুস্থ্য সবল আর রসিক দেখলাম।
সুমহান আল্লাহ আমার পিতাকে ক্ষমা করে দিক। তাকে জান্নাতুল ফিরদাউস দান করুন ! যারা যারা তাকে চিনেন, তাদের সাথে উনি কোনো খারাপ আচরণ করে থাকলে, বা উনার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে বা মনে কষ্ট পেয়ে থাকলে সবিনয়ে অনুরোধ জানাচ্ছি তাকে ক্ষমা করে দিন ! আপনি ক্ষমা করলে, আল্লাহ আপনাকেও এমনিভাবে ক্ষমা করবেন, আপনিও যাদেরকে কষ্ট দিয়েছেন, তাদের মনকে আল্লাহ নরম করে দিবেন,যাতে তারা আপনাকেও ক্ষমা করে দিতে পারেন। ক্ষমাশীল হওয়ার ভেতর শুধু কল্যান আর কল্যান। দুনিয়া এবং আখিরাতে এর বিরাট পুরষ্কার রয়েছে। আল্লাহ ক্ষমাশীল ,তিনি ক্ষমা করতেই পছন্দ করেন। আমরাও যেন ক্ষমাশীলতার আদর্শে উজ্জীবিত হই ! সমস্ত কষ্ট,দু:খকে এক নি:শ্বাসে বের করে দিয়ে মন থেকে বলুন- "ক্ষমা করে দিলাম" এরপর থেকেই প্রশান্তির সূচনা। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিন !
বিষয়: বিবিধ
৯৯০ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন