তোকে ভেবে
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৬ জুলাই, ২০১৮, ০১:৫৩:৪৫ দুপুর
তুইযে আমার আকাশ তারা
তাকিয়ে থাকি রোজ
দিনের আলোয় ম্লান হলেও
রাত্তিরে নিই খোঁজ।
তুইযে আমার আঁধার আলো
স্বপ্ন দেখার চাবি
মণি মুক্তা প্রাসাধ তুচ্ছ
তোর কথাটাই ভাবি।
তুইযে আমার ভুলের জ্বালা
ভুলিয়ে দেবার মন
মৃদু আলোয় সাদা কালোয়
জ্বলে সারাক্ষণ।
তোকে ভেবে, ভেবে ভেবে
তোকেই ভেবে আর
দিনগুলো যায়, রাতগুলো যায়
যুগ যুগান্তর পার।
বিষয়: বিবিধ
৬০০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন