মসজিদ ভাংচুর ও আগুন এর শেষ গন্তব্য কোথায়?
লিখেছেন লিখেছেন আনিসুর রহমান ১৬ জুলাই, ২০১৮, ০৪:১১:৩৮ বিকাল
না মসজিদ ভাংচুর ও আগুন ভারতের কোন স্থানের ঘটনা নয়, মুসলিম প্রধান খোদ বাংলাদেশের ঘটনা! তা হলে কী বাংলাদেশ আফগানস্থান, ইরাক, সিরিয়া—মত ধর্মীয় উগ্রবাদীদের স্বর্গরাজ্য হতে যাচ্ছে? এর পিছনে ব্রাহ্মবাদীদের কী কোন হাত আছে? বাংলাদেশকে অস্থিতিশীল করে নিজেরদের স্বার্থ হাসিলের জন্য; তা জানা না গেলেও নিজেদের হানিফি পরিচয় দানকারী বিখ্যাত(!) ওলেমাদের কথা বার্তা শুনে তার সুগ্রান পাওয়া যাচ্ছে। সাধারণত আরব দেশে কর্মরত বাংলাদেশের শ্রমিক ভায়েরা দেশে ফেরার পর পরিবেশগত কারনে ধার্মিক হয়ে দেশে ফেরে কন্তু তাদের ইবাদতের ধরন বাংলাদেশী স্টাইলে ইবাদতের ধরনের থেকে ভিন্ন হয়ে যায়। এই ভিন্নতার কারন ধর্মীয় বিষয়ে তাদের পড়াগুনা নয় বরং তাদের প্রতিদিতের প্রাকটিস। অথচ তাদের এই ইবাদতের পদ্ধতি সম্পর্কে বলতে যেয়ে একজন হানিফি পরিচয় দানকারী আলেমের বক্তব্য হল, এই ভাইরা আরব দেশে যেয়ে মেথর, ঝাড়ুদারের ---কাজ করেছে(!) এবং বাংলাদেশে এসে বোখারী শরীফ (বিখ্যাত সহি হাদিস গ্রন্থ) পড়ে কোন উস্তাদ ছাড়া নিজে নিজে তার অনুসরণ করে ঐ পদ্ধতিতে ইবাদত করছে! বক্তব্য শুনে মনে হতে পারে বিচার বুদ্ধিহীন নিরোধ গরধভ। কিন্ত আরব দেশে কর্মরত ভাইদের হিন্দুদের ন্যায় নিচু জাতের পরিচয়ে পরিচয়ে পরিচিত করার চেষ্টা লখ্যনিয়। মসজিদ ভাংগার পিছনে যে ষড়যন্ত্রই থাকুক না কেন তা দেশের স্বার্থে, বর্তমান সকারের স্বার্থে, স্থিতিশীল সমাজের স্বার্থে অব্যশ্যই খুঁজে বের করে এর গোরা ধরে কেটে দিতে হবে; শুধু মাত্র মসজিদ ভাংগার জন্য যারা জড়িত তাদের শাস্তি দিয়ে এই উগ্রবাদীদের হাঁটানো যাবে না। আর সরকার যদি তা করতে ব্যার্থ হয় তবে হয়ত বাংলাদেশের জন্য অপেক্ষো করছে ইরাক, আফগাস্থান, সিরিয়া—মত এক ভয়ঙ্কর বাংলাদেশ।
বিষয়: বিবিধ
৬৯৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন