চল হাঁটি
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৩ জুলাই, ২০১৮, ০৪:১৭:৩০ রাত
ভাল যদি লেগে যায়
লাগাটুুকু থেকে যায়
ঠিক পরিপাটি
চল হাঁটি।
হেঁটে হেঁটে বহুদূর
আরো দূর আরো দূর
বৃষ্টি এলে কোথা পাব
ছাতি
চল হাঁটি।
আয় বৃষ্টি আয়না
কেন মিছে বায়না
তোর জন্য ঘাসের নিচে
তাকিয়ে আছে মাটি
চল হাঁটি।
মাটির বুকে সবুজ ঘাস
অবুঝ মনে হাসফাস
চাও যদি মনটা আমার
তোমার কাছেই রাখি
চল হাঁটি।
বিষয়: বিবিধ
৫৭৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন