অপেক্ষা

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১২ জুলাই, ২০১৮, ০৮:১৫:৪৬ রাত

রাতে এসে ঠকঠক

দরজায় করে নক

ভয়ে বুক কাঁপছে

তুলে নিয়ে যাচ্ছে।

দৌঁড়ে যাই থানাতেই

খবরটা জানাতেই

যদি বলে দেখছি

পদে পদে ঠেকছি।

এ থানা ও থানা

দিনকানা রাতকানা

আলো তায় খুঁজছি

ভেজা চোখ মুছছি।

দিন যায় রাত যায়

আশা আছে পুরোটায়

আঁধার কেটে যাবে শুনছি

স্বপ্নের দিন তায় বুনছি।

বিষয়: বিবিধ

৬৫৭ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

385655
১২ জুলাই ২০১৮ রাত ১১:১২
কুয়েত থেকে লিখেছেন : ভয়ে বুক কাঁপছে তুলে নিয়ে যাচ্ছে এভাবে আর কতকাল চলবে? ভালো লাগলো ধন্যবাদ আপনাকে
১৩ জুলাই ২০১৮ রাত ০৩:১৬
317865
বাকপ্রবাস লিখেছেন : হায়াত মউত আল্লাহর কাছে, দোয়া করেন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File