শূ্ণ্যতা এক

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৯ জুলাই, ২০১৮, ০৫:৫৮:৩৮ বিকাল



যত নামি নিচুতে নাই তল কিছুতে

অতলে তল খুঁজে মরছি

উপরে তাকালে দৃষ্টিটা হাঁকালে

শূণ্যতার ধাঁধাতেই পড়ছি।

কোনদিকে পাব ঠাঁই বামে নাকি ডানে যাই

আছে নাকি দিক আরো খুঁজতেই

ভাল এবং মন্দে লেগে থাকে দ্বন্দে

সময় আর অসময় বুঝতেই।

বুঝিনাতো কিছুতে উপরে না নিচুতে

কোথায় সব স্থান, কাল, পাত্র

ধরা কী দেবে আর জীবনটা হলে পার

আজীবন থেকে যাওয়া ছাত্র।

বিষয়: বিবিধ

৫৮৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File