মন কেমন করে

লিখেছেন লিখেছেন Mujahid Billah ০৯ জুলাই, ২০১৮, ০৬:৫২:১৬ সন্ধ্যা

কেন এমন করে মায়া ও মমতার অনুভূতি জাগে! বুকের প্রতিটি স্পন্দন যেন তাকে কামনা করে তার একটুখানি সান্নিধ্য লাভের আকুতি জানায়! আমি অবাক হয়ে ভাবি, হৃদয়ের স্পন্দন যাকে এমন করে অনুভব করে, এমন করে যার সান্নিধ্য কামনা করে, সে আমার কে হতে পারে?

কেউ যদি হবে, আমার দিকে তাকায় না কেন? একটু গান গায় না কেন?

আচ্ছা, আমি যদি ডাকি, শোনবে পাখীটি আমার ডাক? বোঝবে আমার ভাষা, আমার বর্ণমালা, আমার কণ্ঠস্বর?

তখনো এ প্রশ্নের উত্তর ছিলো না আমার কাছে। কৌতূহল তো ছিলোই, পাখীটার পরিচয় জানার জন্য; কেন এত বিষণ্ণ কেন এত দুঃখী, তা জানার জন্য।

এখন যেন কৌতূহলের সঙ্গে যুক্ত হলো আশ্চর্য এক বেদনা ও যন্ত্রণা, পাখীটার একটু সঙ্গ লাভের জন্য, বেদনা, তবে বড় মিষ্টি বেদনা! যন্ত্রণা, তবে বড় মধুর যন্ত্রণা! অপার্থিব এক মাদকতা সৃষ্টি করে হৃদয়ের গভীরে, এমন মিষ্টি বেদনা, এমন মধুর যন্ত্রণা!!

অনেক দিন পর হঠাৎ এক গভীর রাতে, যখন আমার চারপাশের পৃথিবী ছিলো নিঝুম! কোথাও কোন শব্দ ছিলো না, ছিলো শুধু নৈশব্দের আশ্চার্য এক ভালো লাগা! আমার সামনে মোমের আলো।

নিজের অজান্তেই যেন তাকালাম চারপাশে! নাহ, কেউ তো নেই !

আমি একা। আবার শুনি সেই অপার্থিব কণ্ঠস্বর! না, তুমি একা নও, এই যে আমি তোমার সঙ্গে, তোমার ভিতরে !

এত দিন কথা বলো নি কেন আমার সঙ্গে? বলেছি তো, রাতের নির্জনতায় তোমাকে অনেক ডেকেছি তো! কিন্তু তোমাকে একান্ত করে পাইনি, যেমন পেয়েছি আজকের নিঝুম রাতে, নৈশব্দের অপার্থিব পরিবেশে! তুমি তো ব্যস্ত থাকো বাইরের তোমাকে নিয়ে, তাই আমাকে দেখতে পাও না, আমার ডাক শুনতে পাও না। তুমি এত বিষণ্ণ কেন? কিসের দুঃখ তোমার?

আমার দুঃখ তো তোমাকে নিয়েই। যখন দেখি, তুমি কল্যাণ থেকে দূরে থাকো, বিভিন্ন কালিমায় নিজেকে লিপ্ত করো তখন আমি খুব কষ্ট পাই, খুব দুঃখ হয়। আমি তোমাকে ডাকি। ডেকে সতর্ক করি, কিন্তু তুমি আমার ডাক শোনো না, শুনতে চাও না।

এখন থেকে আমি তোমার সঙ্গে থাকবো, তোমার ডাকে সাড়া দেবো !!

যাক, তাহলে আমার কোন দুঃখ থাকবে না। আমি তোমাকে নিয়ে যেতে চাই সেই আলোর জগতে যেখান থেকে আমি এসেছি তোমাকে সঙ্গ দিতে, আলো ও কল্যাণের পথ দেখাতে।

______________________

#প্রিয়া বা প্রিয়তমা'র দিকে ইঙ্গিত করবেন না আবার এটা আমি আর আমার #আত্মার গল্প

বিষয়: সাহিত্য

৭৬২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File