বিবেক
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৭ জুলাই, ২০১৮, ০৬:৪৭:৪৯ সন্ধ্যা
মানুষ নামের হায়নাগুলো
কেমন করে পেটাচ্ছে
কেউ আসেনি ধরতে তাকে
বাঁচার আশায় চেচাচ্ছে।
একটা কুকুর এসেছিল
না এসেতো পারলনা
তার ভাসাতেই চাইল ক্ষমা
তবুওতো ছাড়লনা।
ছাত্র নামের জানোয়ার সব
হাতে অস্ত্র কলম না
আমার বিবেক দিচ্ছে নাড়া
কুকুর কেন হলাম না।
বিষয়: বিবিধ
৬৩০ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন