এইতো সময়

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৭ জুলাই, ২০১৮, ১২:১০:৪৮ দুপুর



এইতো সেদিন কথায় কথায়

বিচার ছাড়া ফাঁসি চাই

মরচে পড়া বিবেকগুলো

নিচ্ছে সময় জাগতে তায়।

আজকে দেখ নুরু, তরিকুল

যাচ্ছে লড়ে জীবন দিয়ে

জাফর স্যারে ব্যাস্ত তখন

বিশ্বকাপের খেলা নিয়ে।

এভাবেইতে বিবেকগুলো

গোলেমালে হচ্ছে ঘোল

করছে কারা জয় উল্লাস

দেশটা যখন খাচ্ছে গোল।

দেয়ালে পিঠ গেছে ঠেকে

মেরুদন্ডে হাতুড়ি

এইতো সময় বিবেক জাগার

ছিন্ন করার ছাতুরি।

বিষয়: বিবিধ

৫৮১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File