পঁচন শুরু

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৫ জুলাই, ২০১৮, ০১:০৯:২১ রাত

এখনো একাত্তরে পড়ে থাকা এই জাতীর ঐক্যের কিছু উপাদান এর মধ্যে ক্রিকেটটা বেশ ভূমিকা রাখছিল কিন্তু সাকিব মাশরাফিদের গায়ে রাজনীতি ট্যাগ না পড়তেই পঁচন শুরু হয়ে গেছে। একজন খেলোয়াড় একই সাথে রাজনীতির চিন্তা করবে তখন সে আর খেলোয়াড় থাকতে পারেনা, অন্যরাও তাকে রাজনীতি দিয়ে মূল্যায়ন করতে শুরু করবে, ফলত খেলাটাও ছাত্র রাজনীতির মতো খেলাজনীতি হতে বাধ্য যার ফল অগ্রীম ভোগ করা শুরু হয়ে গেছে।

উইন্ডিজ সফরের শুরুতেই লজ্জার রেকর্ডে নাম লেখাল বাংলাদেশ ক্রিকেট দল। টেস্ট ক্রিকেটে নিজেদের সর্বনিম্ন স্কোর, ৪৩ রানে অলআউট হয়েছে সফরকারীরা। একবিংশ শতাব্দীতে টেস্টে এটিই সর্বনিম্ন রানে অলআউটের রেকর্ড।

বিষয়: বিবিধ

৫৭৯ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

385644
০৭ জুলাই ২০১৮ সকাল ১১:৫০
হতভাগা লিখেছেন : সাকিব মাশরাফিদের মাথায় এখন নির্বাচন করে জয়-দূর্জয়ের কাতারে যাবার চিন্তা। এতদিন তারা খেলার মাধ্যমে জাতিকে আনন্দ দিয়েছে । এখন সামনাসামনি থেকে কাজ করতে চায় । নড়াইল - মাগুরা এখন আরও উন্নত হবে যদি সাকিব-মাশরাফি মন্ত্রী-মিনিস্টার হয়।
০৭ জুলাই ২০১৮ দুপুর ১২:১৩
317849
বাকপ্রবাস লিখেছেন : মন্ত্রীর কাজ সংসদে, আইন প্রনয়ন সংক্রান্ত কাজ করবে, মেধা প্রয়োজন সেখানে যেতে হলে, দেশটা খেলা ঘর না, এলাকা উন্নয়ন করার জন্য চেয়াম্যান মেম্বার যথেষ্ঠ। শুতরাং কে কোন কাজ করবে সেটাই যখন আমরা জানিনা তাই খেলোয়াড় দিয়ে আমাদের খেলাবে সেটাই স্বাভাবিক

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File