দোহায় লাগে

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৪ জুলাই, ২০১৮, ০৩:২২:৫৪ দুপুর



ছাইড়া দে মা কাইন্দা মরি করি কী এখন

থাকতে জনম আর করুমনা কোটার আন্দোলন।

ভিক্ষা চাইনা কুত্তা সামলা কাপড় টানিসনা

ভাতে মারিস কোটায় মারিস ইজ্জত কাড়িসান।

মারবি যদি বিষ আইনা দে খাইয়া মরে যাই

ধামা দিয়া আর কোপাইসনা সুস্থ্য সবল পা'য়।

এদেশ আমার আম জনতার সুখের নাইতো শেষ

এখন দেখি কোটার কাছে জিম্মি গোটা দেশ।

যা দেখি তা দেখিনা মুখে দিলাম তালা

জিন্দা রাখিস আর মারিসনা দেব কোটার মালা।

বিষয়: বিবিধ

৭১৪ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

385640
০৫ জুলাই ২০১৮ রাত ০৯:৫১
টাংসু ফকীর লিখেছেন : অনেক ধন্যবাদ
০৬ জুলাই ২০১৮ রাত ০৪:৫৪
317848
বাকপ্রবাস লিখেছেন : ধন্যবাদ জানবেন খুব করে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File