মারো লাথি মারবেইতো

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ৩০ জুন, ২০১৮, ০৭:৩৫:৫৭ সন্ধ্যা



মারো লাথি মারবেইতো

যেটা তোমার স্বভাব

শিক্ষা তোমার জানি সেতো

জন্মসূত্রে অভাব।

তোমার দলে ভিড় জমেছে

চাটার দলে ভারি

বুদ্ধিজীবি, সাংবাদিকেরাও

পাচ্ছে ভাগের হাড়ি।

প্রিন্ট মিডিয়া সবই তোমার

যতই মারো লাথি

লাথি কোথায় দেখবে তারা

মস্ত বড় হাতি।

মারো লাথি মারবেইতো

দেশ হয়ে যাক কাত

আমরাও আছি ভোরের আশায়

থাকবেনা এই রাত।

বিষয়: বিবিধ

৭১১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File