বায়ান্ন থেকে আঠার
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ৩০ জুন, ২০১৮, ০৫:৪৬:১১ বিকাল
ত্রিশে জুন আঠারো
ঝরল রক্ত আবারো
মাঝ দুপুরের অক্তে
ভাসল নুরুর রক্তে।
ভয় পেলনা আতা ভাই
আরশ বলে কতো চাই
রক্ত দিয়ে বলল তায়
লাগবে যতো পাবি আয়।
বায়ান্ন থেকে আঠারো
রক্ত গেল আবারো
লেজ গুটাবে তাবেদার
গর্জে উঠুক আরেকবার।
বিষয়: বিবিধ
৬৮৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন