সেক্রিফাইস
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২২ জুন, ২০১৮, ০৫:৫৪:৩৯ বিকাল
রাকিব সাহেব খেলা দেখতে বসেছেন। তার বউ আতংকিত। কেননা খেলা দেখে মূর্ছা যাবার ঘটনটা কমন একটা ব্যাপার। মাথায় পানি ঢালো, লেবুর শরবত এটা সেটা নানান কাজ বেড়ে যায় মিসেস রাকিব এর। আজ অঘটন ঘটবে বলে মনে হয়না, কারন আর্জেন্টিনা ক্রোয়েশিয়ার খেলা, তাই কিছুটা রিলেক্স মুডেই ছিলেন মিসেস রাকিব।
রাকিব সাহেব আজ নীল সাদা জার্সি পড়ে খেলা দেখতে বসলেন। মাথায় কাঁচাপাকনা চুল গুলোর সাথে যেন ভালই মানিয়েছে। বউকে বলল এক ফ্ল্যাক্স কড়া লিকারের চা বানাতে। প্রতি গোলে এক কাপ চা খাবে।
মিসেস রাকিব ভাবনায় পড়ে গেলেন। বাসায় ফ্ল্যাক্স যেটা আছে সেটাতে তিন কাপের বেশী ধরেনা, গোল যদি তিন পার হয়ে যায় তাহলে আবার বানাতে হবে। চা বানাতে গিয়ে ফ্রিজ এর দিকে চোখ পড়ল। খুলে দেখল লেবু আছে কিনা। গোল খেলে লেবুর শরবত খেতে হয় রাকিব সাহেব এর। লেবু শেষ হয়ে গেছে। থাক, আজ না থাকলেও চলবে। ক্রোয়েশিয়ার উপর ভরসা করা চলে। তাদেরতো আর সুকার নেই, সে ই কবে বিদায় নিয়েছে ফুটবল থেকে। সময়মতো খেয়ে নেবে গোলটা। মেসিকে ধরে রাখা এতো সোজা না। শুধু প্রার্থনা তিনটার বেশী যদি না খায়।
খেলা শুরু। সোফাতে হেলান দিয়ে পা নাচাচ্ছে রাকিব সাহেব। টি টেবিলে চা টা এনে রাখতেই গোল কিপার বলটা তুলে দিল ক্রোয়েশিয়ার প্লেয়ারের কাছে, যেন পোষ্ট ফাঁকা আছে, জাষ্ট ঠেলে দিতে হবে। বল গিয়ে জড়ালো জালে। রাকিব সাহেব ধপাস।
সোফা হতে পড়ে গিয়ে অজ্ঞান। পরে মাথায় পানি ঢেলে নরমাল হতে হতে আরো দুইটা। রাকিব সাহেব টিভিতে চোখ রেখে ঘোলাটে দেখছে। চোখ কচলে বার বার দেখতে লাগল। বউ বলল ওটা তিন ঠিকই আছে, তুমিতো বেহুস ছিলে সেই ফাঁকে হয়ে গেছে। আবার ধপাস।
রাতটা পার হল কোন রকম। মিসেস রাকিব লেবু আনিয়ে রেখেছে। আজ ব্রাজিল এর খেলা। প্রতি গোলে নিশ্চয় লেবুর শরবত খেতে চাইবে। মিসেস রাকিব এর খুব শখ হয়েছিল আজ হলুদ শাড়িটা পড়বে। পড়েছিলেনও আবার খুলে ফেলেছেন। পাগল স্বামিটা কষ্ট পাবে ভেবে। এমন পাগল স্বামী হলে একটু সেক্রিফাইস করাই চলে।
বিষয়: বিবিধ
৭৩৩ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন