সাদা পোশাকধারী তুলে নেয়ার পর রাস্তায় যুবকের গুলিবিদ্ধ লাশ

লিখেছেন লিখেছেন নুর হুসাইন ২২ জুন, ২০১৮, ০১:১১:৪৮ দুপুর

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় হৃদয় (২৮) নামে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গা-দর্শনা সড়কের রেল ক্রসিং সংলগ্ন সড়কের পাশ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে দুটি গুলির খোসাও উদ্ধার করা হয়েছে।পুলিশ বলছে, নিহত হৃদয় জেলা পুলিশের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী। তার নামে দামুড়হুদা থানাতেই ১৪টি মামলা রয়েছে।তবে নিহতের পরিবারের দাবি, মঙ্গলবার সন্ধ্যায় দর্শনার শানিহত হৃদয় দামুড়হুদা উপজেলার দর্শনা হঠাৎ পাড়ার বাচ্চু মিয়ার ছেলে।ন্তিপাড়ার জনৈক ইনতাজের দোকানের সামনে থেকে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন হৃদয়কে ধরে নিয়ে যায়। এরপর তার আর কোনো খোঁজ পাওয়া যায়নিস্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে দর্শনা রেলগেট সংলগ্ন পরানপুর সড়কের পাশে একটি গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে ওই লাশটি দর্শনার হঠাৎ পাড়ার হৃদয়ের বলে শনাক্ত করা হয়।

খবর পেয়ে দামুড়হুদা মডেল থানা পুলিশ বেলা ১১টার দিকে ঘটনাস্থল থেকে নিহত হৃদয়ের লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে মর্গে প্রেরণ করেদামুড়হুদা থানার মডেল অফিসার ইনচার্জ (ওসি) সুকুমার বিশ্বাস জানান, নিহত হৃদয় চুয়াডাঙ্গা জেলা পুলিশের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী। তার নামে জেলার বিভিন্ন থানায় মাদক, সন্ত্রাসী ও ছিনতাইসহ ১৪টি মামলা রয়েছে।

নিজেদের মধ্যে বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা এই পুলিশ কর্মকর্তার।

এদিকে নিহতের বাবা বাচ্চু মিয়া ও মা শিরিনা খাতুন জানান, বেশ কিছুদিন আগে মাদকের সাথে হৃদয় সংশ্লিষ্ট থাকলেও বর্তমানে তিনি স্বাভাবিক জীবন-যাপন করতাদের দাবি, মঙ্গলবার সন্ধ্যায় শান্তিপাড়া এলাকার ইনতাজের দোকানের সামনে থেকে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন হৃদয়কে ধরে নিয়ে যায়। এরপর তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। সকালে তার গুলিবিদ্ধ লাশ উদ্ধারের খবর পান তারা।

বিষয়: বিবিধ

৫৮৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File