নিরুত্তর প্রশ্ন

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৬ এপ্রিল, ২০১৮, ০৬:০২:৪১ সকাল

পাতা ঝরে গেলে মনে রাখে গাছ?

পাতা মরে গেলে কষ্ট?

কাটা ঝরে গেলে টিকে থাকে মাছ?

কাটাহীন জীবন, নষ্ট?

প্রজাপতি উড়ে গেলে মনে রাখে ফুল?

নাকি হয় রুষ্ঠ?

ঘুরেফিরে চেনা পাপড়ি, নাকি পথ ভুল?

নাকি সে দুষ্ট?

অতশত জানিনা, নাকি জানি কিছু?

দেব নাকি ছেড়ে?

এসএমএস পেয়ে সে, নেবে নাকি পিছু?

নাকি আসবে তেড়ে?

বিষয়: বিবিধ

৫৯৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File