সান্তনা
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৫ এপ্রিল, ২০১৮, ১০:২৭:২১ রাত
অনেক কিছুতে কিছুই যায় আসেনা আমার।
কিন্তু, ধনি লোক দেখলে কেমন যেন
আলাভোলা হয়ে যাই। নিজেকে খুব ছোট
মনে হয় তখন। যতক্ষণ সংস্পর্শে থাকি
মনে হয় কী যেন অপরাধ করে ফেলেছি।
তাদের অর্থ, বিত্ত, দালান কোঠা এসব
দেখেও কুকড়ে যাই আমি। মনে হয়
সবই ঠিক আছে, আমিই কেবল অন্য গ্রহের।
শুধু একটা বিষয়ে সান্তনা খুঁজি পাই কেবল,
এতো ব্যবধান থাকার পরও টয়লেটে গিয়ে
আমরা সবাই নিজের হাতে গু সাফায় করি।
বিষয়: বিবিধ
৫৪৫ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন