অভিমান
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৭ মার্চ, ২০১৮, ০৩:০৭:৪৫ দুপুর
মশারা সব গেল কোথায়
খুঁজে পাওয়া যাচ্ছেনা
তবে কী তারা আর
হুল ফোটে খাচ্ছেনা?
দেখিনা ঘরে আর
ঝোপঝাড় নালাতে
দ্যু-প্যাক খেয়ে নাকি
ঘুমে পান-শালাতে।
মশাদের কী হল
নাকি কোন অভিমান
আগেওতো হয়েছে
মশা দমন অভিযান।
মশাদের অভিযোগ
সম্মানে লেগেছে
আজব এক খালা নাকি
কামানটা দেগেছে।
তাতেও দোষ নেই
যদি মশা মরে যায়
ডেম কেয়ার ভাব কেন
খালার ওই চেহারায়।
Click this link
বিষয়: বিবিধ
৫৩১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন