ছুরুত (মুখচ্ছবি)
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৭ মার্চ, ২০১৮, ১২:৫৫:০৭ দুপুর
একটাও মশা ছিলনা কাল
ভয়ে সবাই পালাইছে
আজব খালা কামান দিয়ে
টেড়ম টেড়ম চালাইছে।
মশার সাথে মাছিও গেল
তারও আছে জানের ভয়
দানব খালার জয় জয়কার
হল সারা শহরময়।
ঢাকার মশা, ঢাকার মাছি
পালিয়ে গেল চাষাড়ায়
সেখানে তারা মুক্ত স্বাধীন
নাইতো কেহ পাহারায়।
মুন্নি শাহার ইন্টারভিও
সংবাদেরই শুরুতে
বলল মশা ভয়ে ছিলাম
দেইখা খালার ছুরুতে।
Click this link
বিষয়: বিবিধ
৭০৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন