ওপাড়ার আগুণে এ পাড়া পুড়ে যায়

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৪ মার্চ, ২০১৮, ০৫:০৭:১৯ বিকাল

হিংসার বীজটা অহিংসার চাদরে

লেজটা গুটিয়ে কলা খায় বাঁদরে।

গাধাঘোড়া ঘোল খায় ঘুরে মাথা ভনভন

কাঁধেপিঠে বোঝা তবু ছুটে চলে হনহন।

মোরগটা ফেঁসে যায় শেয়ালের মামলায়

ধলা গায় দুধ দেয় টনটন গামলায়।

ওপাড়ার শকুনের খুকখুক কাশিতে

ইশারায় ঝুলে যায় শাবকেরা ফাঁসিতে।

এপাড়ায় কতোকী হয়ে যায় রোজরোজ

ছাগলের পাছাতে পাঠা ধরে দেয় ডোজ।

মহিষের পিঠে বসে কাকটাও খুটে খায়

বাঁদরের বুদ্ধিতে বন পুড়ে হয় ছায়।

আছে তবু দু'চার প্রতিবাদে লড়ে যায়

এপাড়ায় আগুণ জ্বেলে নেকড়েরা ওপাড়ায়।

বিষয়: বিবিধ

৬৩১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File