নির্যাতিত মুসলিম

লিখেছেন লিখেছেন গোলাম হাসনাইন আসাদুজ্জামান ০৪ মার্চ, ২০১৮, ০৪:০৬:১১ বিকাল

তোমার কোরআন বুকে নিয়ে কাঁদছে ওরা নির্যাতিত,

মা-বোন আর অবুঝ শিশু হচ্ছে শহীদ শত শত,

অপরাধ তাদের শান্তিপ্রিয় মুসলিম তারা তাই।।

মায়ের কোল শিশুর রক্তে যায়রে ভিজে যায়,

বাবার বুকে ক্ষত-বিক্ষত শিশুরা কাতরায়,

কেমনে সইব আল্লাহ বুকটা ফেটে যায়।।

জালিম ওরা পাখির মতো মারছে নীরহ মুসলমান,

তাদের মুখে কেমনে মানায় মানবতার জয়গান,

সন্ত্রাস ওরা বিশ্বজুড়ে সন্ত্রাসী স্বাক্ষর রেখে যায়।।

হৃদয় কাবা ভাঙ্গছে ওরা পাঠাও আবার আবাবিল,

জালেমের দল ছাড় পাবেনা সাক্ষী আছে সূরা ফীল।

জালেম শক্তি ধ্বংস করে বাচাও আল্লাহ অসহায়।।

বিষয়: বিবিধ

৬১৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File