আত্মঘাতি

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৫ ফেব্রুয়ারি, ২০১৮, ০১:২৩:৩৩ দুপুর



প্রশ্নপত্র ফাস হবে হোক

টুম্পার নেই খেয়াল

মা বলেছে নকল করে

দুষ্টু বুদ্ধির শেয়াল।

নকল মানে নিজের পায়ে

কুড়াল মারার সমান

পাশ করেও জীবন যুদ্ধে

আছে ফেইলের প্রমাণ।

যায়কি হওয়া নকল করে

ডাক্তার উকিল মাষ্টার

পদে পদে ঠেকবে যখন

ঠুকবে মাথায় ডাষ্টার।

বলবে তখন নকল ছেড়ে

পড়তাম যদি হায়

শেয়াল কি আর পড়ত ফাঁদে

মুরগী চুরির দায়।

বিষয়: বিবিধ

৬২০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File