তাই এদের আর বাঁচতে দেবেননা। মেরে ফেলুন। ১৪ / ৫৪ দিন না, মৃত্যু পর্যন্তই রিমান্ডে দেন।
লিখেছেন লিখেছেন কুয়েত থেকে ১৫ ফেব্রুয়ারি, ২০১৮, ০২:৫৮:০৭ দুপুর
বিচারপতি তাকে বাঁচিয়ে রাখবেন না, প্লীজ তাকে মেরে ফেলুন , ড.শফিকুল ইসলাম মাসুদকে ।মিষ্টার বিচারপতি (!) আপনি এত দয়া না দেখালেও পারতেন। কি হত, দিয়েই দিতেন ৫৪ দিনের রিমাণ্ড!
আওয়ামীলীগ সরকারের চামচামি করতে গিয়ে ১০০ দিনের রিমান্ড দিলেও তো আপনার মতো মহান বিচারপতিকে (!) কারো কিছু বলার সাধ্য
ছিলনা বা নেই। ৮দিন ধরে রিমাণ্ড নামক পাশবিকতার স্বীকার হয়ে শরীরের সমস্ত শক্তি হারিয়ে জালিম শাসকের পুলিশদের কাঁদে চড়ে আপনার কাছে এসেছে। পুলিশ ৫৪ দিন রিমাণ্ড চেয়েছে, কিন্তু মূমূর্ষ লোকটির প্রতি অকৃত্রিম দয়া/ভালোবাসা দেখিয়ে মাত্র ১৪ দিনের জন্য জালিমের কব্জায় দিয়ে দিলেন.!আপনি মহান, আপনি অনন্য..(!) আপনার তুলনা হয় না.!
আপনারা স্বৈরাচারী শাসকের দালালরা কার বীর্যে যে তৈরি আল্লাহ মা'লুম। আসলে কি জানেন, হে বিচারপতি মহোদয়.? আপনি যখন এজলাসে বসে বসে ড. মাসুদদের রিমাণ্ডে পাঠান, তখন আপনার ছেলে কিংবা মেয়েগুলো হয়তো কোন হোটেল বারে গিয়ে হুক্কা টানছে কিংবা ইয়াবা সেবন করছে আল্লাহ ডালো জানেন।
হে মহান বিচারপতি আপনি জেনে আনন্দিত হবেন, এখন আর স্কুলের বাচ্চাদের ব্যাগে কেবল
বই-ই থাকেনা, বইয়ের ভেতর অনেক রঙ্গিন রঙ্গিন (নীল) সিডি ভিসিডি থাকে। বইয়ের ভিতরে পৃষ্টা কেটে মোবাইল রাখে বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা।
হ্যা, বিচারপতি মহোদয় , আপনাদের আনন্দিত হওয়ারই কথা। কারন আপনারা সফল। আপনারা যদি ড. মাসুদদের আরো আগেই এভাবে নিঃশেষ করে দিতেন তবে আপনারা আপনাদের বাচ্চাদের নিয়ে একসাথেই অনেক কিছু করতে পারতেন। আপনাদের স্বপ্ন সফল হতো। আপনাদের সাংস্কৃতিক বিপ্লব এতদিন ধরে ব্যর্থ করে দিচ্ছে এই ড. মাসুদ আর দেলোয়ার হোসেনের মত বিশ্ববিদ্যালয়ের সেরা মেধাবীরা
এরা যত দিন থাকবে, ততদিন এরা তরুন সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবে। এদের কারনে অনেক যুবকরা এখন সালাত/কুরআন পড়া শিখেছে। মদ/গাঞ্জা/ইয়াবা ছেড়েছে। তাই এদেরকে বাঁচতে দেবেন না।
এরা বাঁচলে আপনারা লিভ টুগেদারের মজা উপভোগ করতে পাবেন না। আপনাদের সহচর শিক্ষকরাও তাদের ছাত্রীদের নাম্বারের বিনিময়ে সৌন্দর্যকে হাতিয়ে নিতে পারবে না। তাই এদের আর বাঁচতে দেবেননা। মেরে ফেলুন। ১৪ / ৫৪ দিন না, মৃত্যু পর্যন্তই রিমান্ডে দেন।
পরিশেষে মি. বিচারপতি আপনাকে বলি, পারলে আপনি আপনার আপনাদের এক সন্তানকে একজন ড. মাসুদ বানিয়ে দেখাননা আমাদের!
অনন্তপক্ষে একটা ড. মাসুদ,ড. রেজাউল, দেলোয়ারের সন্ধান দেন তো আপনারা যাদের তাবেদারী করেন সেই অবৈধ সরকার র্লীগের দলে.! পারবেন.? আপনারা জানেন ? এই ড. মাসুদ সারা বাংলাদেশের মেধাবী ছাত্রদের মেধাবী হয়ে প্রধানমন্ত্রী কর্তৃক তিনবার স্বর্ণপদক পুরস্কার পেয়েছিলেন। বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট ফার্স্ট ক্লাস।
এমন একজন অধম্য মেধাবীকে মাত্র ১৪ দিনের রিমাণ্ড দিয়ে দয়া পরবশ হওয়ায় আপনাকে স্বাগত অসংখ্য ধন্যবাদ । দেখা হবে ইনশাআল্লাহ, সেই আলিমুল গায়েব, রাজাধিরাজ, বিচারকদের বিচারক, ন্যায় বিচারক মহান আল্লাহর দরবারে।
সেই দিন কি জবাব দিবেন তা চিন্তা করে রাখুন.!
বিষয়: বিবিধ
১০৮৯ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন