বর্ণমালার ছড়া -৮
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৫ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:৫২:৪২ দুপুর
প তে পালকি
নব বধূ যায়
বেহারা গায় গান
ছন্দ তুলে পায়।
ফ তে ফুচকা
কী'যে মজার খাবার
খাওয়া শেষ হলে
মন চায় আবার।
ব তে বৃক্ষ
বৃক্ষ দেয় ফল
দেয় ছায়া, অক্সিজেন
ডাবের ভেতর জল।
ভ তে ভোঁদড়
জলে দেয় ডুব
মাছ ধরে এনে
খায় নিশ্চুপ।
ম তে ময়ূর
সঙ্গী পেতে কাছে
ধীরে ধীরে ঘুরে ঘুরে
পেখম খুলে নাচে।
বিষয়: বিবিধ
৬৩৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন