দুনিয়া এবং আখেরাতে মুমিনের সফলতার জন্য আল্লাহ প্রশ্নপত্র ফাঁস করে দিয়েছেন ;
লিখেছেন লিখেছেন হারেছ উদ্দিন ০৫ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:৩৬:১১ দুপুর
,
দুনিয়ার জীবনে প্রশ্নপত্র ফাঁস হলে কত হৈচৈ পরে যায়!!!
কারো স্বার্থের জন্য কিছু স্বার্থবাদী পরিক্ষার প্রশ্নপত্র ফাঁস করে দেয়।
এতে সহজেই সবাই ফায়দা নিতে পারে।
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার পরিক্ষার হলে মুমিন যাতে ভাল রিজাল্ট নিয়ে চির সুখের স্থান জান্নাতে উচ্চস্থান পায় সেজন্য সব প্রশ্নপত্র ফাঁস করে দিয়েছেন সে খেয়াল কেউ করিনা।
কত মহামহিম আল্লাহ্ তার বান্দাকে বেহেস্থে স্থান দেওয়ার জন্য যে সুযোগ করে দিলেন তা কেউ কাজে লাগানোর চেষ্টা করিনা ।
দুনিয়ায় কি কি পরিক্ষা নিবেন কিভাবে নিবেন সে প্রশ্ন সুস্পষ্ট ভাবে বলেদিয়েছেন এবং উত্তরো স্পষ্ট ভাষায় ব্যক্ত করেছেন।
মৃত্যুর পর কবরে কি কি প্রশ্ন করবেন উত্তর কি হবে তাও বলেদিয়েছন
সব বিস্তারিত ব্যাখ্যা সহকারে।
দুনিয়ার জীবনে প্রশ্নপত্র ফাঁস হলে তা কাজে লাগানোর যে চেষ্টা করা হয় সেই ভাবে আল্লাহর ফাঁস করা প্রশ্নপত্র কাজে লাগিয়ে আখেতের ভাল রিজাল্ট করা সবচেয়ে উত্তম।
দুনিয়ায় ফাঁস হওয়া প্রশ্নপত্র কারো হাতে পেলে এবং ফাঁসকারী সেজন্য অপরাধী এবং শাস্তি অনিবার্য্য কিন্তু আল্লাহর ফাঁস হওয়া প্রশ্নপত্র যত প্রচার করা হবে উত্তর অন্যকে জানিয়ে দেওয়া হবে তাতে ততবেশী পুরস্কার পাওয়া যাবে
অপরাধ বলে কিছু নাই।
পরিক্ষক তাঁর ফাঁস করা প্রশ্নপত্রের উত্তরের জন্য উচ্চস্তরের পুরস্কার রেখেছেন।
আল্লাহ আমরা সবাইকে এই সু্যোগ গ্রহনের তৌফিক দান করুন।
বিষয়: বিবিধ
৭০৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন