সন্ধ্যাতঙ্ক
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৫ জানুয়ারি, ২০১৮, ০৪:১৭:০৯ বিকাল
সময় বলল সন্ধ্যে হল
আমার ভীষণ কান্না পেল
কান্না পেল।।
আজকে যেমন বিকেল ছিল
কাল কি হবে? প্রশ্ন ছিল।
সন্ধ্যে পাখি ফিরবে ঘরে
প্রশ্নটাকে এড়িয়ে গেল
আমার ভীষণ কান্না পেল
কান্না পেল।।
কালকে জানি হবে ভোর
শঙ্কা মনে জমবে ঘোর।
বুকে জমাৎ কষ্ট হলে
রিং পড়ে যায় হ্যালো, হ্যালো
আমার ভীষণ কান্না পেল
কান্না পেল।।
নেই অজুহাত মিথ্যে বলা
নেই উষ্ণতা সংগে চলা।
চিড় ধরে যায় দৃঢ়তায়
গোলমেলে সব এলোমেলো
আবার যখন সন্ধ্যা হল।
আমার ভীষণ কষ্ট হল
কান্না পেল, কান্না পেল।।
বিষয়: বিবিধ
৬০২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন