ছাত্রনেতা/নেত্রী তুমি
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৫ জানুয়ারি, ২০১৮, ০৩:২৫:১৮ দুপুর
চুল ছিড়
দুল ছিড়
কাপড় ছেড়না
লজ্জা তোমার না থাকে, থাক
তারটা কেড়না।
হাতে মারো
পায়ে মারো
জাতে মেরনা
জাত তোমার না থাকে, থাক
জাতির কেড়না।
খাতা ছুড়ো
কলম ছুড়ো
অস্ত্র ছুড়োনা
ছাত্র নেতা/নেত্রী তুমি
মানুস তো আর না।
বিষয়: বিবিধ
৬৪২ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন