ছাত্রনেতা/নেত্রী তুমি

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৫ জানুয়ারি, ২০১৮, ০৩:২৫:১৮ দুপুর



চুল ছিড়

দুল ছিড়

কাপড় ছেড়না

লজ্জা তোমার না থাকে, থাক

তারটা কেড়না।

হাতে মারো

পায়ে মারো

জাতে মেরনা

জাত তোমার না থাকে, থাক

জাতির কেড়না।

খাতা ছুড়ো

কলম ছুড়ো

অস্ত্র ছুড়োনা

ছাত্র নেতা/নেত্রী তুমি

মানুস তো আর না।



বিষয়: বিবিধ

৬৪২ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

384743
৩১ জানুয়ারি ২০১৮ রাত ১২:২১
কুয়েত থেকে লিখেছেন : কলম ছুড়ো অস্ত্র ছুড়োনা ছাত্র নেতা/নেত্রী তুমি মানুস তো আর না। ওরা কি কখনো মানুষ ছিল? আল্লাহ্ ওদের হেদায়ত দান করুন
৩১ জানুয়ারি ২০১৮ রাত ১২:২৫
317317
বাকপ্রবাস লিখেছেন : মানুষ হলে বোঝানো যায়, অন্য কিছু হলে সম্ভব নাও হতে পারে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File