=-= সম্পর্ক =-=
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৩ জানুয়ারি, ২০১৮, ০২:০৭:২১ দুপুর
সাদা বলে কালোরে তুই বড় ভালোরে
দেখা যায়না কিছু
দাগ ময়লা যা আছে লেগে থাকে সবই পাছে
ভয় ছাড়েনা পিছু।
কালো বলে ঠিক তায় কালোর জুড়ি নাই
এটাই কেবল সান্তনা
সাদা হলে দাগ পাছে দূর্নাম এর ভাগ আছে
কালো তবু চায় কোনজনা।
সাদাকালো চল ভাই দু'জনে এক হয়ে যাই
মিলেমিশে থাকি
লোকে যা বলে যাক কানে তুলো দিয়ে রাখ
তবেই সম্পর্ক খাটি।
বিষয়: বিবিধ
৫০৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন