কুকিল ডাকে বসন্তে আর বাইল্লা সারা মাস
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৩ জানুয়ারি, ২০১৮, ১১:৪৫:১৩ সকাল
প্রাণের বন্ধু বিদেশ গেইয়ে আইবার নামতো নাই
আঁই কী আর বন্ধুর হাছে রিয়েল ডলার চাই।।
ফোন ন'গরে হামর বিজি টেইক ইট কোয়াইট ইজি
হিজিবিজি হতা শুনি অপেক্ষার অই তারা গুনি
আর হতহাল সবর গইত্যাম বুঝাই হ'না চায়।।
হতায় হতায় ইংলিশ মারে সাধ্য হার বুজিত ফারে
বন্ধু আ'র বদলি গেইয়ে ন'জানি হার সংগ ফাইয়ে
দেশত থাইতে ঘুরঘুর গইত্যো মনত ফ'রি যায়।।
কুকিল ডাকে বসন্তে আর বাইল্লা সারা মাস
আঁইতো হায় ফাসি গেলাম গরি প্রেমর চাষ।
কী গইত্যাম আঁই হ'নাচায় বুকের ভিতর ধরফরায়
ইচ্ছা গরে নিরুদ্দেশ যাই দু'চোখ যেদিক চায়।।
বিষয়: বিবিধ
৫৭৪ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমি কী আর বন্ধুর হাছে রিয়েল ডলার চাই।।
ফোন করেনা কাজে বিজি টেইক ইট কোয়াইট ইজি
হিজিবিজি কথা শুনি অপেক্ষার ঐ তারা গুনি
আর কতকাল সবর করতাম বুঝাই বল চায়।।
কথায় কথায় ইংলিশ মারে সাধ্য কার বুঝতে পারে
বন্ধু আমার বদলে গেল না'জানি কার সংগ পেল
দেশে থাকতে ঘুরঘুর করতো মনে পড়ে যায়।।
কুকিল ডাকে বসন্তে আর চড়ুই সারা মাস
আমিতো হায় ফেসে গেলাম করে প্রেমের চাষ।
কী'যে করি এখন হায়! বুকের ভিতর ধরফরায়
ইচ্ছা করে নিরুদ্দেশ যাই দু'চোখ যেদিক চায়।।
মন্তব্য করতে লগইন করুন