টুুম্পা আজ ব্যস্ত পড়ায়

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৭ জানুয়ারি, ২০১৮, ০৮:৩৭:১৫ রাত



পরীক্ষাটা দোড়গোড়ায়

নাড়ছে যখন কড়া

টুম্পামণীর পড়তে বসে

উল্টো বই ধরা।

কলম কোথায় পেন্সিল কোথায়

হাবিজাবি ব্যাগে

খুঁজতে গেলে পায়না কিছুুই

শার্পনার ছুড়ে রেগে।

খাতাটা যে কোথায় গেল

আহা ভীষণ জ্বালা

ছিড়ল রাগে বইয়ের মলাট

আসল দৌড়ে খালা।

আহা আহা করছটা কী

গ্যাসে বিলেরই বই

কেটে ছিড়ে কুটি কুটি

পড়ল হৈ চৈ।

বিষয়: বিবিধ

৫৬৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File