=-=-=-=বিভ্রম=-=-=-=

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৭ জানুয়ারি, ২০১৮, ০৬:২৩:১৭ সন্ধ্যা

ঘুম পেয়েছে, যাব নাকি?

লাগছে কেমন ভয়

জাগলে যদি, জেগে দেখি

শঙ্কা মিথ্যে নয়।

জেগে যদি অন্য জগৎ

চমকে উঠি একি!

আগের জীবন ভুলে ভরা

মিথ্যে মাখা মেকী।

ঘুম পেয়েছে, যাব নাকি?

ঘুমের ভেতর ভাবি

জাগলে জীবন পাবে কোথায়?

এমন ভ্রমের চাবি?

বিষয়: বিবিধ

৫৩৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File