ব্যাংক লুট

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৪ ডিসেম্বর, ২০১৭, ০১:২১:১৩ দুপুর



মাটির ব্যাংক ছিল আমার

ছোট্ট বেলার স্মৃতি

পয়সা জমার ছিলনা তার

কোন নিয়ম নীতি।

দু'চার টাকা জমল যখন

নেড়ে চেড়ে রাখি

ফুটো দিয়ে চেষ্টা অনেক

দেখা যাচ্ছে নাকি!

আইসক্রিম ওয়ালা ঘন্টা নাড়ে

টিং টিং টিং টিং

ব্যাংক থেকেই আদুলি খোয়া

যাচ্ছে প্রতিদিন।

পত্রিকাতে নিউজ দেখি

ব্যাংক হচ্ছে লুট

মালিকপক্ষ্য ভাগ করে খায়

আমানতের নোট।

মাটির ব্যাংক দেশের ব্যাংক

তফাৎ আছে ভাই

খাচ্ছো যারা লেটেপুটে

রহম থাকা চাই।

বিষয়: বিবিধ

৬৫৭ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

384567
১৫ ডিসেম্বর ২০১৭ দুপুর ১২:০৯
হতভাগা লিখেছেন :
রক্ষক যারা ভক্ষক তারাই এটা কে না জানে

হাঁড়ভাঙ্গা খাটুনি দিয়ে যেটা সবাই আনে

১৫ ডিসেম্বর ২০১৭ সন্ধ্যা ০৬:২৬
317202
বাকপ্রবাস লিখেছেন : লুটেরাদের দুনিয়ায় বেঁচে থাকার নেই মানে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File