প্রায় দেড় শতাধিক এনজিও ঋণখেলাপি

লিখেছেন লিখেছেন ইমরান আশরাফ ১৪ ডিসেম্বর, ২০১৭, ০২:১৯:৪১ দুপুর

খবরে পড়লাম সরকারের গৃহায়ন তহবিল থেকে ঋণ গ্রহন করে পরিশোধ করছে না ১৭৬ টি এনজিও।অসক্ষম ও অস্তিত্বহীন এসব প্রতিষ্টানকে ঋণ কিসের ভিত্তিতে দেওয়া হয়।অনেক প্রতিষ্টান/এনজিও নাকি অলরেডি উধাও হয়েছে।এসব এনজিওর সঙ্গে জড়িতদের নাকি খুজে পাচ্ছেনা বাংলাদেশ ব্যাংক।বেশিরভাগ এনজিও ঢাকাতেই ছিল।

দুঃখজনক হল,দেশের দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্টীকে বসতঘর দেয়ার জন্য এনজিওগুলোকে এ ঋণ দেয় বাংলাদেশ ব্যাংক।

দেশের দরিদ্র,বিত্তহীন,ছিন্নমূল,সুবিধাবঞ্চিত মানুষকে রাষ্ট্রীয় অর্থে বসতঘর বানিয়ে দেওয়ার প্রকল্প গ্রহণের উদ্যোগ ভাল ছিল।কিন্তু ১৯৯৭ সাল সাল থেকে এ পর্যন্ত কোটি কোটি টাকার যে ঋণ বিতরন করা হয়েছে তা দিয়ে এ পর্যন্ত কতগুলো বসতঘর বানাতে পেরেছে?

বাস্তবতা হল কাউকেই বসতঘর বানিয়ে দেওয়া হয়নি।

রাষ্ট্রীয় তহবিলের বিপুল অংকের এ অর্থ তাদের ঘরবাড়ি বানিয়ে দেয়ার জন্য নয় বরং হতদরিদ্রদের নামে নিজেদের ভাগ্য গড়ার জন্য হাতিয়ে নেওয়া হয়েছে।

এই রাষ্ট্রীয় তহবিল ফতুর করার জন্য দায়ী ক্ষমতার আর্শীবাদপুষ্ট একটি শ্রেণী।ক্ষমতাশীলদের তদবিরের কারনে এসব ঋণ দিতে বাধ্য হয় বাংলাদেশ ব্যাংক।বাস্তব কথা হল টাকা আদায়ের জন্য মামলা হয়।কিন্তু এসব মামলা খুব একটা কাজে আসেনা।খেলাফি হওয়া এসব ঋণ দেওয়া হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনুমোদনেই।

এখন কথা হচ্ছে তারা অনেকে উধাও।

এর দায় কি প্রধানমন্ত্রীর কার্যালয় এড়াতে পারে?

বিষয়: বিবিধ

৫২৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File