বাংলাদেশের স্বাধীনতা অর্জনের ৪৭ বছরে পদার্পণ ও কিছু কথা
লিখেছেন লিখেছেন ইমরান আশরাফ ১৫ ডিসেম্বর, ২০১৭, ০৯:২০:১১ রাত
১৯৫২-র ভাষা আন্দোলন,
১৯৫৪-র যুক্তফ্রন্ট নির্বাচন,
১৯৫৬-র শাসনতন্ত্র আন্দোলন,
১৯৬২-র শিক্ষা আন্দোলন,
১৯৬৬-র ছয় দফা আন্দোলন,
১৯৬৯-র গণ-অভ্যূত্থান এবং সবশেষে
১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত
হয় চূড়ান্ত বিজয়|
দখলদার পাকিস্তানি বাহিনীকে পরাস্ত করে বাংলাদেশ
বিজয় অর্জন করে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর।যেসব
কীর্তিমান মানুষের আত্মত্যাগে এই বিজয় সম্ভব হয়েছিল, বিজয়ের দিনে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি।
যেসব বীর মুক্তিযোদ্ধা নয় মাসের রক্তক্ষয়ী লড়াইয়ের মধ্য দিয়ে এ বিজয়কে অনিবার্য করে তুলেছিলেন, তাঁদের প্রতি জানাই সশ্রদ্ধ অভিবাদন। পৃথিবীর সব স্বাধীন
দেশের স্বাধীনতা দিবস থাকলেও বিজয় দিবস থাকে না।
বাংলাদেশ সেই বিরল সৌভাগ্যের অধিকারী দেশ,যেটি ২৪ বছরের রাজনৈতিক আন্দোলন- সংগ্রামের পর রণাঙ্গনে শত্রুকে পরাজিত করে বিজয় অর্জন করেছে।
আমাদের স্বাধীনতার বয়স এখন ৪৬ বছর।
ইতিহাসের প্রেক্ষাপটে এটি খুব বেশি দীর্ঘ সময় না হলেও একটি জাতির উন্নয়ন-অগ্রগতির জন্য একেবারে কমও নয়। স্বভাবতই প্রশ্ন আসে,যে লক্ষ্য ও আদর্শকে সামনে রেখে আমরা
মুক্তিযুদ্ধ করেছিলাম, সেই লক্ষ্য ও আদর্শ কতটা অর্জিত হয়েছে?
স্বাধীনতার প্রধান আকাঙ্ক্ষা ছিল সব ধরনের অধীনতা থেকে মুক্তি এবং সমাজে গণতন্ত্র,ন্যায় ও সমতা প্রতিষ্ঠা। সব নাগরিকের মৌলিক চাহিদা ও মানবাধিকার নিশ্চিত করতে
বাহাত্তরের সংবিধানে জাতীয়তাবাদ, গণতন্ত্র,সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতাকে মৌলিক নীতি হিসেবে গ্রহণ করা হয়েছিল।
কিন্তু অতীব পরিতাপের বিষয়,আমরা সেখানে স্থির থাকতে পারিনি। একদলীয় শাসন কিংবা সামরিক শাসন আমাদের
অগ্রযাত্রাকে বারবার ব্যাহত করেছে। নব্বইয়ের গণ অভ্যুত্থানের পর প্রতিষ্ঠিত সংসদীয় ব্যবস্থাকেও আমরা সংহত করতে পারিনি। কৃষি,শিক্ষা,স্বাস্থ্সহ আর্থসামাজিক সূচকে আমরা অনেক এগিয়ে গেলেও রাজনৈতিক স্থিতিশীলতা অর্জনে
ব্যর্থ হয়েছি।
-
আজকের বিজয় দিবসের শপথ হোক, সব ধরনের হানাহানি ও বৈরিতা-বিদ্বেষকে পেছনে ফেলে, দেশের ও জনগণের কল্যাণে
সবাই এক হয়ে কাজ করব। আর এ ক্ষেত্রে রাজনৈতিক দল ও নেতৃত্বের দায়ই যে বেশি, সে কথা বলার অপেক্ষা রাখে
না।
বিজয়ী জাতি কখনোই পরাভব মানে না।
বাংলাদেশ তার লক্ষ্যে অবিচল থাকবে।
আসুন আমরা বাঙ্গালী সেটি প্রমাণ করে
দিই।
বিষয়: বিবিধ
৬৫৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন