নামকরণ
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১০ ডিসেম্বর, ২০১৭, ০৯:৩৮:৩৮ রাত
আতর আলীর কন্যা হল
খুশীর নাইতো শেষ
নামটা কন্যার কী রাখা যায়
খুঁজে বাংলাদেশ।
নাম যদি হয় খালেদা
রূপের ছড়াবে বন্যা
মনে মনে হাসতে থাকে
কোলে তুলে কন্যা।
আবার ভাবে হাসিনা হোক
বুদ্ধিমত্তা বেশ
কেমন করে একলা হাতে
চালায় পুুরো দেশ।
এমন সময় উঠল দেশে
সোফিয়া সোফিয়া তাল
নাম পেয়েছি ইউরেকা
টানল কন্যার গাল।
বিষয়: বিবিধ
৫৫৭ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন