ফিরে যদি আসো মুখে দেব তালা

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১০ ডিসেম্বর, ২০১৭, ০৭:৪৪:০৭ সন্ধ্যা

গুম হয়েছে যারা আসতো যদি ফিরে

হাসতো স্বজনহারা কাঁদতো তাকে ঘিরে।

কোথায় ছিলি বল এতোদিনের পরে

পড়ল বুঝি মনে ফিরলি আবার ঘরে।

বলতে বুঝি বারণ, না না থাক তবে

ওসব কথা শুনে কি আর এমন হবে।

তারচে ঢের ভাল তোকে পেলাম আবার

ঘুম'টা দিবি নাকি খেয়ে একটু খাবার।

অবাক চোখে কিরে তাকিয়ে রইলি যে

চুপিচুপি শোন কাউকে বলিসনে।

এমন দেশটি কোথাও পাবিনাতো আর

গুমের মানুষগুলো পার হয়ে যায় ওপার।

সেসব কথা যদি পায় দেয়ালে টের

উড়িয়ে দেয়া যায়না গুমযে হবি ফের।

চলা বারন বলা বারন থাকবি তবু হেসে

কান্না পেলে হাসবি তবু খাকরি দিয়ে কেশে।

বিষয়: বিবিধ

৫৩৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File