শেষ প্রেম
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৮ ডিসেম্বর, ২০১৭, ১১:৩২:৫৩ রাত
টানাপোড়নে থাকতে থাকতে যখন
বিষিয়ে উঠেছে মন
উত্তোরণের পথ খুঁজতে খুঁজতে
কুড়িয়ে যাচ্ছে শরীর
চুলে ধরেছে পাক, পাক-নাপাক ছেড়ে
দিয়েছি সেই কবে
নিজেকে গুলিয়ে আর কিছু পাওয়া গেলনা
হতাশা ছাড়া
যশ এলনা, ধন এলনা, প্রেম দিলনা ধরা
জালে
খাদের কিনারে দাঁড়িয়ে ভাবনাটা নতুন
অসহায়ত্বকেও ভালবাসা যায়
সেটাই উপভোগ করছি আজকাল।
বিষয়: বিবিধ
৪৮৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন