অবশেষে এ্যাডকে খুজে পাওয়া গেল !!
লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ০৯ ডিসেম্বর, ২০১৭, ০৬:০৪:৪১ সকাল
আজ সন্ধ্যায় এক বড় স্টোরে গেলাম। সেখানে দেখলাম এক মেক্সিকান মধ্য বয়সী নারী হন্তদন্ত হয়ে কি যেন খুজছে। তাকে বিরাট চিন্তিত ও কিংকর্তব্যবিমূঢ় দেখে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলাম বিষয়টি কি ! তিনি ভাঙ্গা ভাঙ্গা ইংরেজীতে বললেন তার পিতা মানসিকভাবে সুস্থ্য নয় এবং তিনি তাকে পার্কিং লটে হারিয়ে ফেলেছেন। তার নাম এ্যাড, মুখে গোফ আছে,,বয়স ৬০ এর কাছাকাছি।
অনেক শপিং এর পর সেগুলো যখন গাড়িতে ভরছিলেন, তখন তার পিতা হাটতে হাটতে কোথাও চলে গেছে, এখন খুজে পাচ্ছেন না।
আমি তাকে নিয়ে ম্যানেজারের কাছে গেলাম। ম্যানেজার বিষয়টিকে সিরিয়াসলি গ্রহন করলেন এবং অন্য ম্যানেজার ও সুপারভাইজারদেরকে বিষয়টি রেডিওতে জানালেন। আমি উনাকে ভেতরে কুজতে বলে বাইরে গেলাম। বেশ কিছুক্ষন পার্কিংলটে হাটার পর দেখী বাইরের রাস্তা ধরে ভদ্রলোক ধীরে ধীরে হাটছে আর কি যেন খুজছে ! আমি দৌড়ে গিয়ে তার হাত ধরলাম এবং ধীরে ধীরে স্টোরের কাস্টমার সার্ভিসের দিকে আগালাম। তখন তার মেয়ে দৌড়ে এসে পিতাকে জড়িয়ে ধরল এবং বলল-কোথায় গিয়েছিলে,,,আমি তোমাকে খুব মিস করছিলাম। মেয়েটা হুহু করে কাদতে লাগল.....আরও অনেক কথা বলতে লাগল,,,কিন্তু তার পিতা মস্তিষ্ক সেসব বুঝতে ব্যর্থ। তবে একটা ব্যপার জ্ঞানী-নির্বোধ সকল প্রানীই বোঝে,,,,,সেটা হল ভালোবাসা। এ এক ভিন্ন রকম অনুভূতি।
পেছন ফিরে দ্রুত হাটা ধরলাম....মেয়েটা বোধহয় ধন্যবাদ সংক্রান্ত কিছু ভাষা ব্যবহার করল....ভ্রুক্ষেপ করলাম না.......যদি আমার কিছু পাওনা থেকে থাকে,,,তবে তা আমার মালিকের থেকেই নেব....এটাই তার সাথে আমার চুক্তি ! তিনি এমন মালিক,,, যার বান্দাদের কোনো ভয় নেই, দুশ্চিন্তার কোনো অবকাশ নেই !!
বিষয়: বিবিধ
৮১৩ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন